ছবি : কক্সবাজার বীচ ভলিবলের উদ্বোধন করছেন পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল
সিবিএন :
অতীতের সরকার গুলো পর্যটনের উন্নয়নের নামে লুটপাট করেছে কিন্তু বর্তমান সরকার আন্তরিকতার সাথে পর্যটন শিল্পকে ঢেলে সাজাচ্ছে। দেশের পর্যটন শিল্পের প্রচারের অংশ হিসেবে কক্সবাজার সমূদ্র সৈকতে জাতীয় বীচ ভলিবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সমূদ্র সৈকতের সুগন্ধ্যা পয়েন্টে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ৪ দিন ব্যাপী ভলিবল প্রতিযোগীতার উদ্ধোধন শেষে এ কথা বলেন তিনি।
পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেন, পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকার খুবই উদ্যোগী। এরই অংশ হিসেবে পর্যটনের প্রচারণার লক্ষ্যে এ বীচ ভলিবল প্রতিযোগীতা। আগামীতে পর্যটন শিল্প এদেশের অর্থনীতিতে নেতৃত্ব দেবে। এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম, সাধারন সম্পাদক আশেকুর রহমান মিথু প্রমূখ। ছেলেদের প্রথম দিনের খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হারিয়েছে বাংলাদেশ পুলিশ ও নারীদেও খেলায় চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে বাংলাদেশ আনসার। নারী-পুরুষ মিলে মোট ১৮ টি দল এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।