ইমাম খাইর, সিবিএনঃ
প্রাকৃতিক দুর্যোগ ও আইনি জটিলতা শেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুক্রবার (২৬ অক্টোবর) শুরু হচ্ছে।
ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছে সেন্টমার্টিনমুখি জাহাজমূহ। সংশ্লিষ্ট সুত্র তথ্য নিশ্চিত করেছে।
কেয়ারী ট্যুরস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এসএম আবু নোমান জানান, প্রশাসনের পক্ষ থেকে সব ক্লিয়ারেন্স নিয়ে শুক্রবার সকালে টেকনাফ ঘাট থেকে জাহাজ ছাড়বে।
প্রথমদিনে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিবে। পরবর্তীতে কেয়ারী সিন্দাবাদও যোগ হবে।
একইভাবে পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজ, এলসিটি কুতুবদিয়া, গ্রীণ লাইনসহ অন্যান্য জাহাজগুলোও ধারাবাহিকভাবে চলাচল শুরু করবে বলে জানা যায়।
সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুক্রবার শুরু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।