নিজস্ব প্রতিবেদকঃ
নিজেদের বাস্তুভিটা হারাতে চাইনা। রুটি রুজিতে আঘাত মানবনা। সেন্টমার্টিন আমাদের, একে রক্ষা করার দায়িত্বও আমাদের।
পরিবেশ সংকটাপন্ন ও দেশের অন্যতম পর্যটন এলাকা সেন্টমার্টিন রক্ষার্থে মতবিনিময় সভায় স্থানীয়রা এ দাবী তুলেছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সেন্টমার্টিন একটি আবাসিক হোটেল প্রাঙ্গণে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর অায়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন সেন্টমার্টিন হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।
তিনি বলেন, কিছু বহিরাগত লোক সেন্টমার্টিন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে। অথচ তারাই দ্বীপকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা স্থানীয়দের সহায় সম্পদ কিনে ছোট্ট দ্বীপে পরিবেশ লঙ্ঘন করে অট্টালিকা গড়েছে। দ্বীপের জীববৈচিত্র ও পরিবেশের জন্য তারাই হুমকি স্বরূপ। দ্বীপ ধ্বংসকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।
তিনি বলেন, দ্বীপের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।
টুয়াক সভাপতি এম.রেজাউল করিমের সভাপতিত্বে সভায় সেন্টমার্টিন দ্বীপ রক্ষা করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন বক্তারা।
তারা বলেন, সেন্টমার্টিনকে কেন্দ্র করে সারাদেশের বিভিন্ন স্তরের লোকজনের জীবিকা জড়িত। এখানে গড়ে উঠেছে নামিদামি আবাসিক হোটেল। দ্বীপ রক্ষা করা না গেলে সবার ক্ষতি হবে।
মতবিনিময় সবার বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান খান বলেন, আমাদের রক্ত পরীক্ষার জন্য নিয়ে গেছে পরিবেশ অধিদপ্তর। তাদের ল্যাবে পরীক্ষা নীরিক্ষা চলছে। রক্তের মধ্যে ভাইরাস প্রমাণ হলে কিন্তু খবর অাছে। আমাদের সব হারাতে হবে। এখনো সময় অাছে। নিজেদের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে।
বক্তব্য রাখেন- সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ, সেন্টমার্টিনের সাবেক ইউপি সদস্য আবদুর রহমান, সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ তাহের, টুয়াকের সদস্য মোঃ তৈয়ব উল্লাহ প্রমুখ।
দ্বীপ রক্ষার বিষয়ে স্থানীয়দের নিয়ে টুয়াকের মতবিনিময় সভার খবর পেয়ে যোগ দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কক্সবাজার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আমাদের কক্সবাজার এর চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, কক্সমাল্টিমিডিয়ার পরিচালক মনসুর আলম, দৈনিক হিমছড়ির রিপোর্টার তারেকুর রহমান ও কুতুব উদ্দিন চৌধুরী।
টুয়াকের সহসভাপতি আজমল হুদার পরিচালনায় দ্বীপবাসিকে নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা মাওলানা ইসমাঈল, মাওলানা জাফর আলম, সেন্টমার্টিন বিডিনিউজের সম্পাদক কেফায়েত উল্লাহ, নির্বাহী সম্পাদক আবদুল মালেক প্রমুখ।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন টুয়াকের সদস্য আবুল কাশেম। শেষে টুয়াকের পক্ষ থেকে আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।