নিজস্ব প্রতিবেদক
টেকনাফের সেন্টমার্টিন বীচ ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকালে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) কর্মসূচি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম।
তিনি সেন্টমার্টিনের পরিবেশ রক্ষার্থে পর্যটকসহ স্থানীয় বাসিন্দা ও অন্যান্য স্টেকহোল্ডারদের ইসি এ এলাকার পরিবেশ আইন মেনে চলার আহ্বান জানান। সেই সাথে টুয়াকের কর্মকা-ে প্রশংসা করেন।
টুয়াকের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রণয় চাকমা সেন্টমার্টিনকে পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসন ১২০ টি ডাস্টবিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান।
উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের পরিচালক ও টুয়াকের সহসভাপতি আজমল হুদা, সেন্টমার্টিন বাজার মালিক সমিতির সভাপতি ও সাবেক মেম্বার আব্দুর রহমান, টুয়াকের সহ সম্পাদক নূর মোহাম্মদ মনির, অর্থ সম্পাদক মোঃ আরকান, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, অফিস সম্পাদক ইকবাল হোসেন সাজ্জাদ, প্রচার সম্পাদক কাদের খান, নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান, আবুল আলা ফারুক, মোঃ তৈয়ব উল্লাহ, আবুল কাশেম, আরিফ উল্লাহ খান, রিয়াজ তারেক, সাধারণ সদস্য ফারুখ হোসেন, রুপম মল্লিক, মমতাজ, আনোয়ার হোসেন সোহেল, মোঃ আমিন, মিজানুর রহমান, ছৈয়দ ফরহান মানিক, তামিম আহমেদ, নুরুল আবছার। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের সাথে দ্বীপ রক্ষার্থে মতবিনিময় সভা করেছে টুয়াক।
সেন্টমার্টিন বীচ ক্লিনিং ক্যাম্পেইন করলো টুয়াক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।