শাহেদ মিজান, সিবিএন:
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদের গুলিতে আহত একই পরিবারের তিনজনের মধ্যে একজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আজিজুল হক (৫৪) মারা যান।
নিহত আজিজুল হক নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের ৫৫৮ নাম্বার কক্ষের বাসিন্দা মৃত হোসেন আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা।
গত ৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুইজন নিহতের স্ত্রী তৈয়ুবা খাতুন (৪০) ও ছেলে মো. হোসেন জোহার (১৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় রোহিঙ্গা ডাকাত নুরুল আলম ও মো. সাদেকের নেতৃত্বে একদল অস্ত্রধারী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আজিজুল হকের ঘরে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা লোকজনের ডাক-চিৎকারে ডাকাতরা তাদের ওপর গুলি চালায়। এতে একই পরিবারের তিনজন নারী-পুরুষ গুলিবিদ্ধ হন। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল গুলিবর্ষণ করতে করতে পাহাড়ের দিকে চলে যায়। পরে গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।