মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত একক প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান বলেছেন-হুমকি ধমকি দিয়ে কোন লাভ নেই। সমগ্র সদর-রামুতে ধানের শীষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে হুমকি ধমকিদাতা, হামলা-মামলাবাজেরা সবাই ভেসে যাবে ইনশাল্লাহ্। তিনি ধানের শীষ প্রতীকের কর্মীদের উদ্দ্যেশে বলেন-যেকোন উস্কানির মাঝে, যেকোন উত্তেজনাকর পরিস্থিতিতে ধৈর্য্য ধরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
শনিবার ১৫ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন।
ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এসব গণসংযোগ ও উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা মহিলাদলে সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হুমাইরা বেগম, রাবেয়া সুলতানা, রুমানা আক্তার, ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার গোলাম কাদের, ভারুয়াখালীর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি ফারুখ আজম, দিল মোঃ মেম্বার, ফজলুল হক মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, কক্সবাজার সদর কৃষকদল সভাপতি মুসলিম উদ্দিন মেম্বার, কামাল উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়ন যুবদল সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবুল, ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ শাহেদ, সাধারন সম্পাদক সাজ্জাদুল মোর্শেদ প্রমুখ। বিশিষ্ট নারীনেত্রী ও সাবেক এমপি’র গৃহবধূ শিরিন রহমানের আগমনের খবরে ভারুয়াখালীর সমাবেশ গুলোতে মানুষের ঢল নামে। সাবেক এমপি কন্যা শিরিন রহমানের প্রেরনাময়ী বক্তব্য উপস্থিত সকলে উজ্জীবিত ও উৎসাহিত হন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।