মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সমুদ্র সৈকতকে অধিকতর পর্যটন বান্ধব করে তুলতে ও রাতদিন ২৪ ঘন্টা পর্যটকদের নিরাপত্তা সেবা দিতে কক্সবাজার জেলা প্রশাসন বদ্ধ পরিকর। এজন্য সৈকতে জেলা প্রশাসনের পক্ষ হতে সমুদ্র সৈকতে সম্ভব সবধরনের ব্যবস্থা ক্রমান্বয়ে নেয়া হবে। এই উদ্যোগের অংশ হিসাবে বীচ ম্যানেজমেন্ট কমিটির ব্যবস্থাপনায় সৈকতে বীচবাইক চালু করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন মঙ্গলবার ১৯ মার্চ রাত্রে সমুদ্র সৈকতে বীচ ম্যানেজমেন্ট কমিটির অর্থায়নে চালুকৃত বীচবাইক উদ্বোধনের সময় একথা বলেন। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বীচবাইক উদ্বোধনের পর সিবিএন-কে বলেন, দেশী বিদেশী পর্যটকদের জন্য সমুদ্র সৈকতকে আরো উপভোগ্য ও আকর্ষনীয় করে তোলা হবে। এতে সমুদ্র সৈকতের মাধ্যমে সরকারের বহুমুখী রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের সুনাম ও খ্যাতি আরো বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক জানান-চালুকৃত বীচবাইক যেকোন জরুরী, সংকটময় সময়ে ব্যবহার করা হবে। বীচ ম্যানেজমেন্ট কমিটির তত্বাবধানে বীচবাইকটি থাকবে। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সুদৃশ্য বীচবাইকটি নিজে ড্রাইভ করে উদ্বোধন করেন এবং বীচবাইকে করে সমুদ্র সৈকত বিভিন পয়েন্ট পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য, টুরিষ্ট পুলিশের কর্মকর্তা ও প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।