বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারকে ডিজিটাল সার্ফিং সিটি বিশ্বের কাছে তুলে ধরা হবে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, কক্সবাজারকে ঘিরে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এখানে অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রামুতে গড়ে তোলা হচ্ছে হাইটেক পার্ক।

বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার প্রকল্প ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ইনফো সরকার প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ ও ইনফো সরকার প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।

হিলডাউন সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ ও বিসিসির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, ইউডিসির উদ্যোক্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।