মুহাম্মদ আবু সিদ্দিকক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকত’কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাল সবুজের পতাকায় রঙ্গীন করা হলো। সোমবার ২৬ মার্চ বিকেলে জাতীয় পতাকাবাহী বীচ বাইক আর জেড স্কী’র একটি বিশাল বহর সৈকতের কবিতা চত্বর থেকে কলাতলী হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। মহান স্বাধীনতা দিবসের বীরত্বগাথা বার্তা পর্যটক ও দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এসময় সৈকতে এক নান্দনিক ও উপভোগ্য পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী এ পরিবেশ দেখে বীচের দর্শনার্থীরা আনন্দঘন কোলাহলে মেতে উঠেন। এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ জেলা প্রশাসন, বীচ ম্যানেজমেন্ট কমিটি ও টুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।