ঢাকা সংবাদদাতা:
সমুদ্রের উপরিভাগের সৌন্দর্য দেখতে আমরা একটু ছুটি পেলেই চলে যাই কক্সবাজারে। কিন্তু সাগরতলের রহস্য জানার আগ্রহ থেকেই যায়।তবে ভ্রমণ পিপাসুদের জন্য সাগরতলের রহস্য জানতে আর বিদেশ যেতে হবে না। দেশে থেকেই আন্তর্জাতিক মানের ফিস অ্যাকুরিয়াম দেখার সুযোগ করে দিচ্ছে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় স্থাপিত হয়েছে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানের ফিস অ্যাকুরিয়াম।

রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে শুরু হওয়া কেন্দ্রীয় মৎস্য মেলায় (১৮-২৩ জুলাই) রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন আগ্রহীরা। বেসরকারিভাবে এটি তৈরি করেছে রেডিয়েন্ট গ্রুপ। রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান চৌধুরী এগ্রিলাইফ২৪ ডটকমকে জানান এটি মালেশিয়ার টেকনিক্যাল প্রকৌশলির সহায়তায় নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই এ্যাকুরিয়াম নির্মাণে সময় লেগেছে দুই বছর। তিনি বলেন, এটি শুধু কক্সবাজারের জন্য নয়-বাংলাদেশের পর্যটন শিল্পে বড় ভূমিকা রাখবে।

এই এ্যাকুরিয়ামে বঙ্গোপসাগরের থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংক্ষণ করা হয়েছে। অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও রয়েছে। সাগরের বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষা কেন্দ্র। এ্যাকুরিয়ামে অক্টোপাস, হাঙ্গর, পিতম্বরী, আউস, শামুক, কাঁকড়া, সামুদ্রিক শৈল মাছ, শাপলা পাতা, সাগর কুচিয়া, বোল, পানপাতা, বোল, পাংগাস, চেওয়া, কাছিম, কাঁকড়া, জেলি ফিসসহ প্রায় দুই শতাধিক জীবন্ত সামুদ্রিক প্রাণির সমাার।

এ এ্যাকুয়ারিয়ামটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভ্রমন পিপাসু, সমুদ্রপ্রেমী, শিক্ষার্থী ও সাধারন পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য মেলা উপলক্ষে বুকিং এর ক্ষেত্রে ৫০% ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি।