মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার। সাব্বির রহমানের বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান আগামী ২০ আগস্ট মঙ্গলবার। পিতা-মাতা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্বর্ধনা অনুষ্ঠানের দাওয়াত দিতে শুক্রবার ১৬ আগস্ট বিকেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পাশে দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সম্বর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রটি ছিল একটি সাজানো পাখির খাঁচায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাখির খাঁচার ভেতর আমন্ত্রণ পত্র দেখে অবাক বিস্ময়ে ক্রিকেটার সাব্বির রহমানের কাছ থেকে জানতে চাইলেন, এভাবে কেন আমন্ত্রণ পত্র আনা হলো। ক্রিকেটার সাব্বির রহমান তখন বললেন-“বিয়ে করা মানেই নিজের ব্যক্তি স্বাধীনতাকে খাঁচায় বন্দী করে ফেলা। আমিও বিয়ে করেছি, ফলে খাঁচায় বন্দী হয়ে গেছি। তাই সেটার প্রতীকী অভিব্যাক্তি জানাতে খাঁচায় করে আমন্ত্রণ পত্র এনেছি।” তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃদু হেসে আমন্ত্রণ পত্রটি গ্রহন করেন এবং সাব্বির রহমানের জীবনের নতুন ইনিংসের সার্বিক সফলতা কামনা ও দোয়া করেন। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। প্রসংঙ্গত, এর আগে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় এই অলরাউন্ডারের আকদ ও কাবিন অনুষ্ঠান। সাব্বির রহমানের স্ত্রী’র নাম অর্পা, যিনি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।