মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মোহাম্মদ নূরুল কবির ২ দিনের সফরে কক্সবাজার এসেছেন। প্রতিমন্ত্রী ও ডিজি মঙ্গলবার ৮ অক্টোবর কক্সবাজার বিমানবন্দর হয়ে শহরের হিলডাউন সার্কিট হাউসে পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি সহ উর্ধ্বতন কর্মকতারা তাঁদের স্বাগত জানান। এরআগে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে সমাজসেবা অধিদপ্তরের কক্সবাজারস্থ বিদায়ী উপ পরিচালক প্রীতম চৌধুরী, কক্সবাজারের ঐতিহ্যবাহী সংগঠন সায়মুন সংসদের সভাপতি প্রভাষক নুরুল আবছার সিকদার ও নুরুচ্ছফা সিকদারের নেতৃত্বে কক্সবাজারের বিভিন্ন সমাজসেবা সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজসেবা অধিদপ্তরের ডিজি গাজী মোহাম্মদ নুরুল কবির দু’দিন কক্সবাজারে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সুত্র সিবিএন-কে জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।