সংবাদদাতা:
বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন করেছে কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। হাত ধোয়ার অভ্যাস ও সচেতনতা গড়ে তোলার জন্য প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন করা হয়।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার কক্সবাজার শহর থেকে ৪৭ কিলোমিটার দূরের- ওই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুকান্ত বাবুল নাথ নয়ন, মাওলানা শাহজালাল, বেনজীর রশীদ, পারবিন আক্তার, নাহিদা আক্তার, আতিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী ও প্রধান শিক্ষক কিশোর কুমার ধরের সুদক্ষ পরিচালনায় দিন দিন বিদ্যালয়ের সুনাম বাড়ছে। অতিথের সব রেকর্ড ভেঙে পড়ালেখার মান বৃদ্ধির পাশাপাশি বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে বেড়েছে সচেতনতা। বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় দিবসগুলো পালিত হচ্ছে যথাযথ মর্যাদায়।