সংবাদদাতা:
টেকনাফে ৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ মালয়েশিয়াগামী কে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
১৯ অক্টোবর শনিবার সকালে সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে মালয়েশিয়াগামী যাত্রীদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ২ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৯ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৬টার দিকে সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী ঘাট থেকে দুই জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ রোহিঙ্গাকে আটক করে স্থানীয় জনতা। পরে বিষয়টি টেকনাফ মডেল থানাকে অবহিত করলে এস আই জামসেদ এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনা স্থলে পৌছে উদ্ধার কৃতদের টেকনাফ থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্পের ৩ জন, কুতুপালং ক্যাম্পের ২ জন ও উনচিপ্রাং ক্যাম্পের ১জন বলে জানা গেছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার এস আই জামসেদ জানান, মালয়েশিয়াগামী যাত্রীদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে আটককৃতদের ক্যাম্প সমুহ মাঝি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর কর হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।