মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের ২ জন কর্মকর্তাকে বদলী ও ২ জন নতুন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ৪ জন কর্মকর্তাকে বদলী ও নিয়োগ আদেশ দেওয়া হয়।
আরআরআরসি অফিস থেকে অন্যত্র বদলী হওয়া কর্মকর্তাদ্বয় হলেন-সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত-১১৩৩৭) মোঃ মহিউদ্দিন মিয়া এবং সহকারী সচিব (১১৫৭১) মোহাম্মদ আক্তার হোসেন। তাঁদেরকে আরআরআরসি অফিস থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীন নিয়োগ শাখায় বদলী করা হয়েছে।
অপরদিকে, জেলা-উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত-১১১৮৩) মোঃ শাহজাহান এবং ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সচিব (১৮১৭৪) মোঃ মোস্তাফিজুর রহমানকে কক্সবাজার আরআরআরসি অফিসে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের চাকুরী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।