ইমাম খাইর, সিবিএনঃ
জাতীয় পার্টির কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার গুরুতর অসুস্থ হয়েছেন।
তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে (বিশেষ পর্যবেক্ষণ সেন্টার) চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানান ছোট ভাই মহিউদ্দিন সিকদার।
তিনি জানান, বড় ভাই রুহুল আমিন সিকদার আসরের পর বাড়িতে হঠাৎ করে ঢলে পড়ে অজ্ঞান হয়ে যান। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।
তিনি রাতর দশটার পর থেকে একটু নড়াচড়া করছে। তবে পুরোপুরি জ্ঞান ফেরেনি। আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ রুহুল আমিন সিকদারের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শাহীন আব্দুর রহমান চৌধুরী জানান, রুহুল আমিন সিকদারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ডাক্তারের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।