হারুনর রশিদ, মহেশখালী:
গুদামে গুদামে কৃষকের ধান বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এপ্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২১ডিসেম্বর শনিবার সকাল ১১টার সময় মহেশখালীর গোরকঘাটা এলএমজিতে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ ইং উদ্বোধন করলেন ইউএনও মোঃ জামিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বড়ুয়া, উপজেলার আমন সংগ্রহ কমিটির সদস্য যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সৌরভ হোছাইন, মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক নেওয়াজ কামাল, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ, আমন ধান বিক্রি করতে আসা প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রতি কেজি ২৬টাকা দামে একজন কৃষকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান বিক্রি করতে পারবে। অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ ইং উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম বলেন- কৃষকরা ধান এনে সরকারী গুদামে নির্ধারিত মুল্যে ধান বিক্রি করলে প্রান্তিক কৃষকরা অনেকাংশে লাভবান হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।