আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটি-চট্টগ্রাম রোডে পরিবহন নৈরাজ্য- চাঁদাবাজি বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিত ও বিলাসবহুল বাস সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন করেছে রাঙামাটির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও ব্যবসায়িক সংগঠন। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে ইয়ুথ, রাঙামাটি ব্লাড ব্যাংক, রাঙামাটি ব্লাড ফোর্স, স্যালভেশন, হৃদয়ে বাঘাইছড়ির মত সামাজিক সংগঠনগুলোসহ রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি, তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যান সমিতি, আসবাবপত্র ব্যবসায় কল্যাণ সমবায় সমিতি লিঃ, লঞ্চ মালিক সমিতি, রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতি, হিউম্যান রাইটস রাঙামাটি, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ নামক সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ইয়ুথের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আনোয়ার মিয়া বানু, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রাঙামাটি আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ইমতিয়াজ কামাল আসাদ, হিউম্যান রাইটস রাঙামাটির সভাপতি মো: মূছা, রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ রাঙামাটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি ব্লাড ব্যাংক (রক্ত দিন জীবন বাঁচান) এর সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, রাঙামাটি ব্লাড ফোর্সের সিনিয়র কার্যকরী সদস্য বাশার আজম, স্যালভেশন বাংলাদেশ রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি আইয়ুব ভূঁইয়া, হৃদয়ে বাঘাইছড়ি রাঙামাটির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন প্রমূখ। বক্তারা পাহাড়ীকা বাস সমূহের রুট পারমিট চেক, গাড়ীর ফিটনেস চেক, বিভিন্ন রোডে গাড়ী চালু, রাংগামাটি – চট্টগ্রাম রোডে অন্তত ছয়টি এসি বাস চালু, ভাড়া ১০০ টাকায় নামিয়ে আনাসহ যাত্রী সেবা নিশ্চিতে কাউন্টার সমূহে টয়লেট স্থাপনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।
মানববন্ধন শেষে রাঙামাটির জেলা প্রশাসক বরাবরে ১১দফ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।