সিবিএন ডেস্ক: প্রেসিডেন্ট ভিডিপি পদকের জন্য মনোনীত হয়েছেন ১৫ আনসার ব্যাটালিয়ন চট্টগ্রামের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।

জননিরাপত্তা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

কক্সবাজারের সন্তান আজিম উদ্দিন বিসিএস আনসার ক্যাডারের একজন কর্মকর্তা।

১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহণ করবেন।

এ পদকে মনোনীত করার জন্য আজিম উদ্দিন সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।