আলমগীর মানিক, রাঙামাটি
মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ-পল্লী প্রতিষ্ঠান ও পরিকল্পনা কমিশনের সদস্য(সচিব) মোঃ জাকির হোসেন। এসময় রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, মাদক দ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা প্রবন কুমার চাকমা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ১৬টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই। এসময় বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও বই মেলাতে ভিড় হতে দেখা যায়।
আগত দর্শনার্থীরা নতুন বইয়ের খোঁজ নিয়েছেন। আর এক স্টল থেকে অন্য স্টলে ঘুরছেন আর চোখ বুলাচ্ছেন মজার সব বইয়ের পাতায়। কিনছে নিজেদের পছন্দনীয় বিভিন্ন শিশুতোষ বই। মেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও ভাষা আন্দোলনের বইসহ শিশু-কিশোরদের সায়েন্স ফিকশন, ভূতের গল্প, কৌতুক এবং ছড়াসহ নানা ধরণের বই মেলায় স্থান পেয়েছে। বই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
রাঙামাটিতে ৩ দিনব্যাপী অমর একুশে বই মেলার উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।