কুতুবদিয়া সংবাদদাতা
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে শিশু-কিশোর সংগঠন খেলাঘরের কুতুবদিয়া উপজেলা শাখার বাতিঘর খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাষ্টার তৌহিদুল ইসলাম কাজল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা শাখার সভাপতি আবুল কাশেম বাবু। প্রধান আলোচক ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ। এম শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন অভিলাষ খেলাঘর উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোছেন।
সম্মেলনে মাষ্টার তৌহিদুল ইসলাম কাজলকে সভাপতি এবং এম শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।