সিবিএন :

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু কারাতে প্রতিযোগিতা। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবির্ক সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় একটি স্বর্ণসহ ৫টি পদক অর্জন করে কক্সবাজারের কারাতে খেলোয়াড়েরা। এরমধ্যে চালেঅং খুমী (স্বর্ণ পদক), মংচিংহ্লা চাক্ (রোপ্য পদক), চাইশৈহ্লা চাক্ (তাম্র পদক), থোয়াই থোয়াই চাক্ (তাম্র পদক) ও কৃষ্ণ পাল (তাম্র পদক) অর্জন করে। এছাড়া ৬ বছর বয়সী মনীষা পাল ১৬ কেজি কাতা ও ১২ বছর বয়সী শ্রেয়শ্রী পাল কাতা এবং কুমিতে অংশ নেন। এদিকে পদকপ্রাপ্ত খেলোয়াড়রা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ কারাতে ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুন অর রশিদ, জেলা কারাতে টীম ম্যানেজার উদয় শংকর পাল মিঠু, কোচ জয়দেব শর্মা, সমন্বয়কারী আইমন উপস্থিত ছিলেন।