মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কারাগারকে অপরাধীদের বন্দীশালা নয়, অপরাধীদের সংশোধনাগার হিসাবে গড়ে তুলতে হবে, তাহলেই দেশে অপরাধীদের সংখ্যা কমে আসবে, অপরাধকর্ম ক্রমান্বয়ে হ্রাস পাবে, আইনশৃংখলা পরিস্থিতি আরো উন্নত হবে, মানুষের আইন মানার প্রবণতা বেড়ে পাবে।
কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলা কারাগার পরিদর্শনকালে একথা বলেন।
বৃহস্পতিবার ৫ মার্চ সকালে কক্সবাজার জেলা কারাগার পরিদর্শনকালে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) মোঃ কামাল হোসেন কারাবন্দীদের স্বাস্থ্য, খাওয়া দাওয়া, নিয়ম-শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে খোজ খবর নেন। তিনি কারা হাসপাতাল, কারা রান্নাঘর, কারাবন্দীদের সাথে সাক্ষাতখানা, অফিস সহ অন্যান্য সব বিভাগ পরিদর্শন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পরিদর্শন বহিতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
বন্দীদের সাথে মত বিনিময়কালে তাদের সংশোধিত হয়ে সুন্দর পথে জীবন যাপনের জন্য তিনি আহবান জানান। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও মোঃ কামাল হোসেন কারাগারে পৌঁছালে জেল সুপার মোকাম্মেল হোসেন তাঁকে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে জেলা সিনিয়র সহকারী কমিশনার, জেলার, ডেপুটি জেলারবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।