মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়েজিত শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ) পূর্ব নির্ধারিত লবণ চাষী সমাবেশ হয়নি। স্টেজ, প্যন্ডেল, চেয়ার, ব্যানার সবকিছুর আয়োজন ছিলো। ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩ টায় সেখানে লবণ চাষী সমাবেশ হওয়ার কথা ছিলো। সমাবেশে শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামীলীগ সুত্র জানিয়েছিল। এ বিষয়ে জেলা আওয়ামীলীগ বুধবার গণমাধ্যমে প্রেসবিজ্ঞপ্তিও পাঠিয়েছিল।
বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ) গিয়ে দেখা গেছে, সবকিছু রেডি আছে, কিন্তু মন্ত্রীদ্বয় না আসায় লবণ চাষী সমাবেশ হয়নি।
বিশ্বস্ত সুত্র মতে, পূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ী শিল্প মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি শুক্রবার ৬ মার্চ বিমানযোগে সকাল সোয়া ৯ টায় কক্সবাজার আসবেন। মন্ত্রীদ্বয় একইদিন কক্সবাজার শহরের ওশান প্যারাডাইজ হোটেলে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ আয়োজিত লবণ ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। মন্ত্রীদ্বয় কক্সবাজার সংক্ষিপ্ত সফর শেষে একইদিন বিকেলে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিবিএন-কে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছেন।
এদিকে, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ সিবিএন-কে জানিয়েছেন, ৬ মার্চ, শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে (পাবলিক লাইব্রেরি মাঠ) পরবর্তীত সময় অনুযায়ী লবণ চাষী সমাবেশ অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।