ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন, কোন সিন্ডিকেটের হাতে যেন লবণ শিল্প তুলে দেয়া না হয়। কারণ, শিল্প বেঁচে থাকলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, যেভাবে লবণের দাম নিশ্চিত করা দরকার সরকারকে তাই করতে হবে। চাষিদের বাঁচাতে হবে।
শুক্রবার সকালে মোল্লা সল্টের আয়োজনে মুজিব শতবর্ষ লবণ ক্রয় উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
শহরের কলাতলির তারকা মানের একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ন্যায্য মূল্য নিশ্চিত ও চাষিদের উৎসাহ যোগাতে সরকারের পক্ষ থেকে ‘বাফার স্টক’ গড়ে তুলা দরকার। সু্বিধাবাদি মাঝপথে না দাঁড়াতে পারে তা ব্যবস্থা করতে হবে।
বিদেশ থেকে অবৈধ পথে আমদানি বন্ধ করতে হবে বলেও জানান জেলা প্রশাসক।
মোল্লা সল্টের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সেলিম উদ্দিন।
স্বাগত বক্তব্যে মোল্লা সল্টের পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু বলেন, বিভিন্ন পথে বিভিন্ন নামে লবণ আমদানি হচ্ছে। তীব্র প্রতিযোগিতার মাঠে আমরা টিকে থাকতে পারছি না।
অনুষ্ঠানে লবণ ব্যবসায়ী চট্টগ্রামের বাঁশখালির আবু আহমেদ, মহেশখালীর আবদুল মালেক, চকরিয়ার বদরখালীর সরওয়ার আলম, ডুলাহাজারার হাজি ইয়াকুব আলী, খুটাখালীর শফিকুর রহমানকে মোল্লা সল্টের পক্ষে লবণ ক্রয়ের অগ্রিম চেক তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।