কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে “আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার প্রেসক্লাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী।
আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সকালের কক্সবাজার প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরহাদ ইকবাল, মোহনা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আজিম নিহাদ, সাংবাদিক শাহেদ মিজান, আজিজ রাসেল, তারেকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় উপস্থিত অতিথিরা বলেন, আনন্দ টিভি বিনোদনের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বাংলার মানুষের হৃদয়ের কথা তুলে ধরবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।