ইমাম খাইর, সিবিএন
কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি ও চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মোঃ রইছ উদ্দিনের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদে আছর মহেশখালী উপজেলার মাতারবাড়ি মিয়াজীপাড়া মসজিদের পাশে জানাজা শেষে রইস উদ্দিনের স্থাপিত মোহাম্মদিয়া এতিমখানার সামনে গোরস্থানে চিরসমাহিত করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই জমির উদ্দিন। এর আগে মরহুমের মরদেহবাহী এ্যামাবুলেন্স এলাকায় পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শেষবারের মতো এক পলক দেখতে ভিড় জমায়।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় শোকার্ত জনতার উদ্দেশ্য মরহুম রইস উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন -সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মরহুমের শ্বাশুর মোস্তফা কামাল চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, মহেশখালীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমেদ, জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মনজুর আহমদ, মাতারবাড়ীর সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মরহুমের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছমি উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার এবং মরহুমের একমাত্র সন্তান তাওসিফ।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোঃ রইস উদ্দিন।
এর আগে রাত তিনটার দিকে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এক ছেলে দুই মেয়ে রয়েছে।
লবণ শিল্প আন্দোলনের এই আপোষহীন সৈনিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সবখানে।
রইছ উদ্দিন কক্সবাজার চেম্বারের সাবেক সভাপতি, কক্সবাজার হ্যাচারি মালিক সমিতির সাবেক মহাসচিব, দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার চেয়ারম্যান , আলিফ সল্ট, হোটেল হিল টাওয়ার, মেরিগোল্ড হ্যাচারি, আলী ফিলিং স্টেশনের মালিক।
কক্সবাজারের লবণ শিল্পের উন্নয়নে তার ভূমিকা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি ছিলেন আপোষহীন শিল্পোদ্যোক্তা।