আলমগীর মানিক, রাঙামাটি
রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে এসে পাহাড় থেকে গড়িয়ে পড়ে মোঃ রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটক নিহত হয়েছে, সে কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের মৃত গণি মিঞার ছেলে বলে নিশ্চিত করেছে সাজেক থানার অফিসার ইনচার্জ ইসরাফিল মজুমদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ১৩ মার্চ শুক্রবার সকাল ৯ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা ব্যাবসায়ী সমিতির ৮০ জন সদস্য সাজেক ভ্রমণে আসেন। নিহত পর্যটক রফিকুল ইসলামসহ সবাই সাজেকের কংলাক পাহাড়ে উঠার সময় রফিকুল হঠাৎ মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় রাত ৮টায় দিঘিনালা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিসুর রহমান তাকে মৃত ঘোষণা করেন, ধারনা করা হচ্ছে নিহত পর্যটক রফিকুল ইসলাম, পড়ে গিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

সাজেক থানার অফিসার ইনচার্জ ইসরাফিল জানিয়েছেন, তার সাথে আশা বাকি পর্যটকগণ সবাই নিরাপদে রয়েছেন, প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।