সিবিএন ডেস্ক : নতুন করে আরো দু’জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে। তাদের একজন ইতালি এবং অপরজন জার্মানি থেকে আগত। ১৪ মার্চ রাতে এ ঘোষণা দেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা নতুন করে আরো দু’জন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতালি ও জার্মানিতে আগত তারা উভয়ই সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন।
- বাসস
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।