খলিল চৌধুরী, সৌদি আরব
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এবার মক্কার পবিত্র কাবা ঘর এবং মদিনা মসজিদে নববীতে জুমার নামাজসহ সবধরণের প্রবেশ ও প্রার্থনা স্থগিত করা হয়েছে।
উন্নত বিশ্বের প্রথম সারির দেশ ও মুসলিম বিশ্বের নাবিক খ্যাঁত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) প্রিয় জন্মভূমি মধ্যপ্রাচ্য সৌদি আরবে অবস্থিত পবিত্র নগরীর মক্কা বায়তুল্লাহ (কা’বা-ঘর) ঘিরে মসজিদুল হারাম ও মসজিদে নববী ঘিরে মদিনা মানোয়ার এই দুই প্রধান মসজিদ প্রাঙ্গণে আজ ২০ মার্চ থেকে উপস্থিতি কিংবা নামাজ পড়া নিষিদ্ধ করা হলো।
বিশ্বজুড়ে আতংকিত মরণব্যধি রোগ করোনাভাইরাস প্রতিরোধে মক্কা কা’বার পর এবার মসজিদে নববীতে পবিত্র হারামাইন কর্তৃপক্ষে মুখপাত্র মি হানী হায়দার এক বিবৃতিতে জানিয়েছেন, যে উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ করোনার বিস্তৃতিরোধে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে শক্রবার হতে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর প্রাঙ্গণে সাধারণ মুসল্লিদের উপস্থিতি কিংবা নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে।
তিনি হারামাইনের উদ্দেশ্যে আসা মুসলিমদের নিরাপত্তা ও স্বাস্থ্যের দিকে লক্ষ করে এই নির্দেশ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, হারামাইন কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগসহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ভবিষ্যতে কিভাবে হারামাইনকে তার মুসল্লীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর করে প্রস্তুত করা যায় সে লক্ষে কাজ করছে।
এদিকে, সৌদিতে আজও করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ জন। এনিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৭৪ জন।
পূর্বের এক জন বাংলাদেশী আক্রান্ত হওয়া ছাড়া নতুন করে কোন বাংলাদেশী আক্রান্তের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি হতে বহির্বিশ্বে সকল ধরণের ঔষধ রফতানি নিষিদ্ধ করা হয়েছে।