জে. জাহেদ , চট্টগ্রাম :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে ট্রাক ও যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে এবং ৩জনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি জাকির হোসেন বিষয়টি সিবিএনকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার সাইফুল ইসলাম জানান, ‘লবণবোঝাই একটি ট্রাকটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। আর যাত্রীবোঝাই ম্যাজিক পরিবহনের গাড়িটি লোহাগাড়া এলাকায় স্থানীয় রুটে চলাচল করে। যানবাহন দুটি লোহাগাড়ার চুনতি রেঞ্জ অফিসের সামনে এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।