মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার হতদরিদ্র, অসহায়, একেবারে নিতান্তই গরীব মানুষের আপদকালীন সহায়তার জন্য ৫শ’ মেঃ টন চাল ও ১৩ লক্ষ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাল ও টাকা ইতিমধ্যে কক্সবাজার এসে পৌঁছেছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন সংকটকালীন মুহুর্তে প্রয়োজন হলেই এগুলো বন্ঠন ও সরবরাহ করা হবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জমায়েত ব্যতিরখে, সরকারি নির্দেশনা মেনে হতদরিদ্র, অসহায়, ছিন্নমূল পরিবারকে কিভাবে চাল ও নগদ টাকা সরবরাহ করা যায়, তার একটা কৌশল শিঘ্রী নির্ধারন করা হচ্ছে। তবে এ চাল ও নগদ টাকা করোনা ভাইরাস প্রতিরোধে আপদকালীন সময়ে একেবারে যারা অনাহারে ও দুর্ভোগে থাকার আশংকা রয়েছে তাদের জন্যই বরাদ্দ করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।