বোয়ালখালী সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে শারমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার দশ মাসের কন্যা সন্তানকে নিয়ে এক রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। এ ঘটনায় শারমিনের স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব গোমদন্ডী হাজির হাট এলাকার মুফতি পাড়ায় এ ঘটনা ঘটে। শারমিন আক্তারের স্বামী সেলিম বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীর বাসিন্দা। তিনি স্থানীয় অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘সেলিমের দুই স্ত্রী। শারমিন তার দ্বিতীয় স্ত্রী। এই সংসারে তার দশ মাসের এক কন্যা সন্তানও ছিলে। স্থানীয়রা জানিয়েছে, পারিবারিক কলহের কারণে শারমিন আক্তার তার শিশুটিসহ এক রশিতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।