জে. জাহেদ , চট্টগ্রাম :
করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনআরবি ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে।
আজ রবিবার (১২ এপ্রিল ২০২০) চট্টগ্রাম সিটি করপোরেশনে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ও. আর. নিজাম রোড শাখার প্রধান সরকার মেহেদী রেজা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের হাতে এই এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এ সময় মেয়র নাসির উদ্দীন বলেন, দেশের এই লকডাউনের মূহুর্তে করোনাসহ অন্যান্য মূমুর্ষ রুগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য এটি চট্টগ্রামবাসীর জন্য খুবই কার্যকর হবে, একই সাথে তিনি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রদান করেন।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাব নিরক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন, এনআরবি ব্যাংকের এরিয়া হেড মোহাম্মেদ তারিক উজ জামান ও চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক কাজী আশরাফুল আজিম উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।