সিবিএন ডেস্ক:
কবি ও কথাসাহিত্যিক হিসেবে জাহেদ সরওয়ারের পরিচিতি আছে। এবার গানের সঙ্গে বাঁধলেন নিজেকে।
সম্প্রতি জাহেদ সরওয়ার ইউটিউবে রিলিজ করেছেন প্রথম মিউজিক ভিডিও ‘এ শহরে প্রতিদিন’। গানটির কথা, সুর ও কণ্ঠ তার।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ‘এ শহরে প্রতিদিন’কে মরণমুখী বাংলা গান বলে উল্লেখ করেন গায়ক।
গানের অনেক ধরনের নামকরণ আছে যদিও, এমনকি জীবনমুখী গান থাকলেও ‘মরণমুখী’ অভিধা নতুনই ঠেকে। অবশ্যই এই গান ‘তুমি আমি, আমি তুমি’ গতানুগতিক প্রেমের কথামালায় নোঙর করেনি। আরেকটু ভিন্নভবে জীবনের কথা, এ যাপিত শহরের গল্প উঠে এসেছে।
জাহেদ সওয়ারের গান কথায়, ‘এ শহরে প্রতিদিন আশা মরে যায়, জীবন পিষে মরে গাড়ির চাকায়। এ শহরে নিত্য মানুষ পুড়ে যায়, স্বপ্নেরা দানা বাঁধে সব হতাশায়।’
গানটির সংগীতায়োজন করেছেন রনো তাপস। প্রকাশ হয়েছে এন্টারটেইনার-বিডি’র ব্যানারে।
উল্লেখ্য, জাহেদ সরওয়ার কক্সবাজারের সন্তান। তার পৈত্রিক নিবাস মহেশখালী উপজেলার কুতুবজোমে। তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করছেন। লেখালেখি প্রধান নেশা। এছাড়াও সঙ্গীত, অভিনয়ে তার পদচারণা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।