আবদুল হাকিম মাসুম
পর্ব-১
টেকসই ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যে সৃজনশীল ধারণা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই ।

কোভিড-১৯ মহামারীকালীন এবং পরবর্তী কালে একটি স্থিতিস্থাপক ভবিষ্যত গড়ার জন্য ক্ষুদ্র, মাঝারি এবং মেগা প্রকল্প বাস্তবায়নে প্রান্তিক সীমা পর্যন্ত উদ্যোক্তা সৃষ্টির প্রচেষ্টা বর্তমান সময়ের অনিবার্য দাবি । বলা বাহিল্য যে, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ।

আমাদের দেশের অধিকাংশ জনগণ এখনও অশিক্ষিত ও অনভিজ্ঞ । এরপর যেটা সমস্যা সেটা হলো- অর্থনৈতিক অস্বচ্ছলতা। সবচেয়ে যেটা বড় বাধা তাহলো- উদ্যোগের অভাব । উদ্যোগের অভাবের মধ্যে একটি কারণ এটা হতে পারে যে, ওয়ারিশ সূত্রে পিতার সম্পত্তি থেকে বিনাপরিশ্রমে পাওয়া সহায় সম্পদ। দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে, উদ্যোক্তা সৃষ্টির উপায় উপকরণ নিয়ে এগিয়ে আসার মত নির্ভরযোগ্য কোন প্রতিষ্ঠান না পাওয়া ।

এ ক্ষেত্রে সরকারী ও বেসরকারি কিছু কিছু প্রতিষ্ঠান উপরে আলোচিত বিষয়গুলোর অভাব পূরণে এগিয়ে আসলেও তা সহজভাবে প্রান্তিক সীমা পর্যন্ত পৌঁছার জন্য আরো গতিশীল হওয়া প্রয়োজন মনে করি।

দেশের অশিক্ষিত, অনভিজ্ঞ, অস্বচ্ছল ও অনুদ্যোগী বিশাল যুব সম্প্রদায়কে স্বল্প মেয়াদের পরিকল্পনায় স্বল্প ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে ক্ষুদ্র পুঁজিতে সফল উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তোলা খুবই সম্ভব ।

মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প পরিসরে, স্বল্প পুঁজিতে সফল হওয়ার জন্য ফার্ম নির্বাচন হলে অবহেলিত বিশাল যুব সম্প্রদায়কে সম্পদে রূপানরূপান্তরিত করা মোটেও অসম্ভব নয়। এতে উন্নয়ন হবে জীবন মানের, সফল হবে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার।

টেকনোলজি নির্ভর স্বল্প পুঁজির উল্লেখযোগ্য ফার্মের মধ্যে একটি হলো বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ। যা বর্তমানে পাশ্ববর্তী দেশ ভারতের কলকাতায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।

প্রোটিনের অভাব পূরণ, মাছের চাহিদা মেটানো এবং আর্থিক স্বচ্ছলতার উন্নয়নে উল্লেখিত ফার্মটি উল্লেখ করার মতোও বটে। বর্তমান বাংলাদেশেও এই ফার্মটি ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিকশিত হতে চলেছে । আর দেশের অবহেলিত বিশাল যুব শক্তিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রান্তিক সীমার ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন ও সামগ্রিকভাবে বিশাল জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের এ মহান উদ্যোগ হাতে নিয়েছে দেশীয় একটি বেসরকারি কোম্পানি My National It Farm.

এই কোম্পানি চায় বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ প্রান্তিক সীমা পর্যন্ত ক্ষুদ্র পুঁজির উদ্যোক্তাদের নিকট সহজলভ্য করে তোলা । তাদের ধারণা- মেধা, টেকনোলজি ও শ্রম এই তিনটাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে, স্বল্প সময়ে অধিক মোনাফা অর্জন করা সম্ভব । আর এতে সরকারের দারিদ্র বিমোচন নীতির বাস্তবায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে কোম্পানির এ উদ্যোগ বিরাট ভূমিকা পালন করবে। www.mynationalitfarm.com এই লিংকে গুগলে চার্জ করলেই সবিস্তারে জানা যাবে ।
(চলবে)

আবদুল হাকিম মাসুম
পেশকার পাড়া
কক্সবাজার পৌরসভা
কক্সবাজার ।
মোবাইল- 01632715169