শামীম আকতার
মেজর (অবঃ) সিনহাকে
গণসমুদ্রের সকল দুয়ার খোলে
কাঁদে তেরোশত নদী ,
থমকে যায় মানুষের কল্লোলিত বাঁক
ভাষা ও স্বদেশের অবিচল প্রতিজ্ঞা
স্বভাবে ভুলে যায় আত্মপরিচয়।
মৌন আকাশের চন্দ্রচূড়ে
স্বার্থের দেয়ালে ঝুলায় জীবন্ত লাশ,
এ- কেমন মৃত্যু? কেউ কি চেয়েছি এমন নির্বিচারের মৃত্যু?
বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে ওঠেনা রক্তের শপথ
কাঁদে মাতৃভূমি নির্মম হননে!
গ্রন্থাগার,ছাত্রাবাস,উপাসনালয়
ধর্ষিতার কাতর চিৎকার, রক্তাক্ত সময়
ভুলিনি আজও, ভুলিনি তোমাকে পাওয়ার তিতিক্ষা।
স্বাধীনতা আজ তুমি কতোটা স্বাধীন?
কতোটা ক্ষুদিরাম সূর্যসেন জন্ম নিলো তোমার ঘরে?
অনাহারে অবিচারে দেশ বুকে ঘুমায় যে জননী
বজ্রকন্ঠের শব্দের প্রপাতে
আন্দোলিত হয়েছে যে রাজপথ
সেই অশ্রু বিন্দুর নাম সিনহা
সেই বিদ্রোহের নাম সিফাত,শিপ্রা।
শতাব্দী কাঁপানো দীর্ঘশ্বাসের দাম ভুলবেনা জাতি
আর্যশ্লোকের মতো পবিত্র অজর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।