–নাঈম তাজরীণ নূহা
১০ম শ্রেণি
ভিকারুন্নিসা নুন স্কুল
বিশ্বজুড়ে এলো এক মহামারি
নাম তার করোনা ভাইরাস,
যার ফলে বদলে গেল
আমাদের চার পাশ।
বিশ্বজুড়ে সবাইকে থাকতে হবে
কোয়ারেন্টাইনে, হয়েছে লকডাউন,
যেখানে বদলে গেল
প্রতিদিনের সব নিয়মকানুন।।
কোয়ারেন্টাইনে মোদের রাত হয়েছে দিন
আর দিন হয়েছে রাত,
আর কত দিন কাটাতে হবে
আমাদের নির্ঘুম রাত
কোয়ারেন্টাইনে সবার হয়েছে অনেক জ্বালা
বিশেষ করে আমাদের টাচ ফোনটার
সারাদিন ব্যবহার করতেই থাকি
নেই যে কোন বিশ্রাম তার।
খাওয়া দাওয়ার নেই যে ঠিক
দিনের খাবার রাতে আর রাতের দিনে
শেষবার যে কবে স্কুলে গিয়েছিলাম
পড়ছে না তা মনে।।
আমার আবার কোয়ারেন্টাইন ভালোই লাগে,
ঘুম, নামাজ দোয়া, খাওয়া-দাওয়া,
সাথে আছে পরিবারের সাথে সময় কাটানো-
নেই কোনো বাইরে যাওয়া
খুবই খুবই মজা
কিন্তু যাদের নেই তাদের জন্য সাজা।।
হে আল্লাহ, আমাদের রক্ষা কর
এই মহামারি থেকে
তুমি চাইলে পৃথিবীটা আবার
আগের মতো হয়ে উঠবে
শেষ হবে লকডাউন
শেষ হবে কোয়ারেন্টাইন।
১০ মে ২০২০
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।