ফাইল ছবি
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমুদ্র উপকূলের ১২ টি কূখ্যাত ডাকাত বাহিনীর ৩৪ জন জলদস্যু বৃহস্পতিবার ১২ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছে। কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ার মালেকপাড়ার সন্তান সাংবাদিক এমএম আকরাম হোসাইন এর মধ্যস্থততায় জলদস্যুরা স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কাছে আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ অনুষ্ঠানের সব আয়োজন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র মতে, বৃহস্পতিবার ১২ নভেম্বর সকালে কূখ্যাত বাইশ্যা ডাকাত বাহিনীর প্রধান বাইস্যা সহ ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণের সফল মধ্যস্থতাকারী সাংবাদিক এমএম আকরাম হোসাইন র্যাবের কাছে হস্তান্তর করেছেন। আত্মসমর্পণ করতে যাওয়া ৩৪ জন জলদস্যুর মধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী সহ সংশ্লিষ্ট এলাকার জলদস্যু রয়েছে। আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশের আইজি ড. বেনজির আহমেদ, র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার সহ রাষ্ট্রিয় ভিআইপিগণ উপস্থিত থাকার কথা রয়েছে। জলদস্যুরা একইসাথে শতাধিক ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আত্মসমর্পণ করবে বলে সুত্রটি জানিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।