তার মুখে হাসি ফুটাবো

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২০ ১১:৫১ , আপডেট: ২২ নভেম্বর, ২০২০ ১১:৫৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ফেসবুক কর্ণারঃ
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সুলতান ফকির। পেশায় ভিক্ষুক। এ সংসার দুঃখ-তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। কিন্তু সেই ভেলায় সহযাত্রী তার প্রতিবন্ধী সহধর্মিণী এবং প্রতিবন্ধী কন্যা। তার কষ্টের যেন কোন পরিসমাপ্তি ছিল না।

আমরা আজ তার মুখে হাসি ফুটাবো। তার ভেলার সহযাত্রী হবো। তিনি আর কোনদিন দুঃখের ভেলা ভাসাবেন না। জেলা প্রশাসন, কক্সবাজার এর নির্দেশনা এবং উপজেলা প্রশাসন, রামু’র উদ্যোগে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর পাচ্ছেন।

“মুজিববর্ষে বাংলাদেশের একজন লোকও গৃহহীন থাকবে না” – মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা প্রশাসন, কক্সবাজার।

কক্সবাজার জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক থেকে।