বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যেন ডালভাত হয়ে গেছে। ট্রোলিং এখন সব কিছুতেই! সেই ট্রোলিংয়ের বিষয়বস্তু এবার বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের পোশাক এবং বয়স। শনিবার ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। অফ শোল্ডার সাদা পোশাক এবং কোঁকড়ানো চুলে জয়া সেখানে মোহময়ী।
এই ছবি পোস্ট হতেই লাইক ও কমেন্টের বন্যা। তবে তার মধ্যেই নেটিজেনদের একাংশ জয়ার পোশাকের ধরণ এবং বয়স নিয়ে বিরূপ মন্তব্য করতে থাকেন। অবলীলায় তারা কুরুচিকর ভাষায় অভিনেত্রীর উদ্দেশে বিভিন্ন কথা লিখতে থাকেন। ৪৬ বছর বয়সে জয়া কীভাবে এমন পোশাক পরতে পারেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। কেউ কেউ আবার তাকে ‘আন্টি’ বলে সম্মোধন করেছেন।
তবে জয়ার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তারা। ভক্তদের মধ্যে অনেকে কুরুচিকর মন্তব্যকারীদের তীব্র কটাক্ষ করেছেন। তবে এ ধরনের ট্রোলিং বা মন্তব্য নিয়ে জয়া আগেও মাথা ঘামাননি, এবারও নিশ্চুপ। মন দিয়ে কাজ করে এগিয়ে যাওয়াতেই বিশ্বাস রাখেন অভিনেত্রী।
– ঢাকাটাইমস
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।