মোস্তফা কামাল
হৃদয়ে লাগিল দোলা
জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দোয়ার খোলা
কে রোধে তাঁহার-বজ্র কন্ঠ বাণী?
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
বাঙ্গালী জাতি স্বত্তার শ্রেষ্ঠ এই দিনটি বিজয়ের গৌরবে এক অনন্য মাত্রা পেয়েছেন।
শোষণহীন স্বাধীন সার্বভৌম একটি ভূখন্ডের স্বপ্নকে বাস্তবে রূপদানের অভিষ্ট লক্ষ্যে পৌছাতে গিয়ে যে ত্যাগ, ধৈর্য, আর শক্তির পরীক্ষা দিয়েছে এ জাতি, বাস্তবিক অর্থে তার কোন তুলনা নেই। পাকিস্তানি শোষকদের রক্ত চক্ষু উপেক্ষা করে এ দেশের মুক্তিকামী জনতা স্বাধীনতা অর্জনের জন্য জীবনের মায়া তুচ্ছ করে যে অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছিল ১৯৭১ সালে, বিশ্ব ইতিহাসে তার নজির বিরল। ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আলোর দিশা জাতীকে দিয়েছিলেন, তার প্রেক্ষিতে নতুন ইতিহাস রচনার তাগিদে এ দেশের আপামর পথ উন্মত্ত ছিল। তাঁর অঙুলি ইশারায় মহা মুক্তির পথে যাত্রা শুরু হয়েছিল আমাদের। নিরস্ত্র, তবু দমে যায়নি এ দেশের মানুষ। দেশকে মুক্ত করতে খালি হাতেই তারা ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানিদের হিংস্র থাকার বিপরীতে। সুসজ্জিত একটি সশস্ত্র বাহিনীকে সম্মূখ যুদ্ধে পরাজিত করেছে অসীম মনোবল সম্বল করে। সবুজ ভূখন্ড রক্তের রঙ্গে আবৃত হয়ে অবশেষে এসেছে চির আরাধ্য বিজয়। স্বাধীনতা অর্জনে যাদের বুকের তাজা রক্তে প্লাবিত হয়েছে বাংলার পবিত্র ভূমি, বিজয়ের এই দিনে তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
শ্রদ্ধান্তে
মোস্তফা কামাল
সদস্য চকরিয়া প্রেসক্লাব ও বীর মুক্তিযোদ্ধা সন্তান
চকরিয়া, কক্সবাজার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।