কবি পরিচিতি : আজিজুল আম্বিয়া পিতা: মৃত আব্দুল হাদী মাস্টার, মাতা: মৃত রহিমুন্নেছা জায়গিরদার। জন্মস্থান: ধাইশার, (মৌলভী সাহেবের বাড়ি ) ডাকঘর: বালিসহস্র, থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার,বাংলাদেশ । বর্তমান ঠিকানা: ফ্লাট২ , ১থার্ড এভিনিউ, ডবলিউ১০ ৪আর কিউ, লন্ডন। লেখকের ছোটবেলা কাটে পড়ালেখার চাপে ,প্রথম প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু ধাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। যখন হাজি সালামত স্মৃতি হাই ইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তখন থেকে লেখালেখি শুরু এবং এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হন। ভারত ও বাংলাদেশের কবিদের লেখা নিয়ে প্রকাশিত ’মেঘে মেঘে ভালবাসা’, ‘দাঁড়াও সমূহ বিষাদ’ ‘ভালোবাসার কবিতা’ এই তিনটি কাব্যগ্রন্থের ও সম্পাদনা করেন। বিভিন্ন সময়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও মাগ্যাজিনে তার লেখা প্রকাশিত হয় । এইচএসসি পাশ করেন মৌলভীবাজার সরকারি কলেজ থেকে। বিএ অনার্স (বাংলা ভাষা ও সাহিত্য )সিলেট মদন মোহন কলেজ থেকে(জাতীয় বিশ্ববিদ্যালয়)। এমএ(বাংলা ভাষা ও সাহিত্য )সিলেট সরকারি মুরারি চাঁদ কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয় বিশ্ব বিদ্যালয়)। মাস্টার্স পরীক্ষা পাশের কিছু দিনের মধ্যে মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে চাকুরী লাভ করেন। পরবর্তীতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। বর্তমানে লন্ডনে বসবাস করতেছেন । সেখানে ব্যবসা, লেখালেখি, সাংবাদিকতা, চাকুরীর সাথে সাথে ব্যবসার আইন এবং ট্র্যাভেল টুরিজম সহ খাদ্য সম্পর্কিত এবং ইংরেজি ভাষার উপর বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেন । এছাড়া যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধা সংসদ সন্তান যুক্তরাজ্য কমান্ড এর সদস্য সচিব, রিলাক্স রেডিও এবং আইওন টেলিভিশন এর উপস্থাপক, অনলাইন নিউজপোর্টাল ‘আজকের সিলেট ডটকম’ এর ব্যবস্থাপনা সম্পাদক, ইউ কে বাংলা প্রেস ক্লাব এর সহ সাধারণ সম্পাদক,জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ মৌলভীবাজার এর ডাইরেক্টর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি,বিশ্ব কবি মঞ্চের কোষাধ্যক্ষ,বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউ কে এর যুগ্ম আহবায়ক ,লন্ডন মহানগর যুবলীগ এর সহ সভাপতির দায়িত্ব পালন করছেন । বিভিন্ন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ হাজি সালামত স্মৃতি হাই স্কুল এর সভাপতি, মৌলভীবাজার রাজনগর থানা শাখার যুগ্ন আহবাহক ,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সদস্য,মৌলভীবাজার জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা মুজিব সেনার গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক, মৌলভীবাজার জেলা সুহৃদ সমাবেশ এর সাধারণ সম্পাদক এবং লন্ডন মহানগর ছাত্রলীগ এর ভারপ্রাপ্ত সভাপতির ও দায়িত্ব পালন করেন । বর্তমানে ব্যবসা, লেখালেখি, কিছু নিয়মিত কাজ নিয়ে সময় কাটে লেখকের।
“ভালোবাসার স্বপ্নবিলাস” কাব্যগ্রন্থ থেকে দুটি কবিতা
ভালবাসার দিনকাল
আজিজুল আম্বিয়া
ভালবাসার নীল আকাশে যখন ছিল খরা
প্রিয়তমা নীলা তখন ভীষণ ছিল ক্ষ্যাপা
স্বপ্ন হল আঁকাবাঁকা,মনে ছিল অশান্তি
তাইতো তখন ভালোবাসায় ছিলনা প্রশান্তি ।
টেলিফোনের রং নাম্বার এ যখন হল সংলাপ
তখন তুমি জুড়ে দিলে ভালোবাসার আলাপ।
সেদিন সাথে ছিল বড় ভাই,ছিল না নিরাপদ
তাইতো তখন বলে দিলাম এটা রং নাম্বার ।
আবার যখন দেখা হল টিএসসির মোড়ে
সেদিন তুমি ডাকলে আমায় ভালোবাসার সুরে;
কথা হল,মজা হল,তারপর বক্তৃতা
এভাবেই কেটেছিল ফিরে দেখা দিনটা।
আজকে তুমি অভিমানে ফিরিয়ে নিলে মুখ
তাঁর সাথে চলে গেল ভালোবাসার সুখ
ভালোবাসার দিনকাল বুঝি এ রকমি হয়
ভালোবাসা ভীষণ মজা,ভীষণ পচা,বুঝতে বাকি নয়।
স্বপ্নের দেশ যুক্তরাজ্য
আজিজুল আম্বিয়া
দিন হতে রাত,আবার শুরু প্রভাতে
ঘড়ির কাটার মতো অবিরাম চলছে কাজ
যেন থামা ভুলা মানুষ এক আজব প্রাণী
কাজ শেষে পয়সা আসে,এখানেই সন্তুষ্টি ।
এখানে মানুষ ঠিকে থাকে কাজে,ক্ষমতায় নয়,
তাই মানুষের নাই কোন অহংকার
রাস্তার কাগজ কুড়ানো থেকে মন্ত্রণালয় পর্যন্ত
সব জায়গাতে সবার সমান মূল্যায়ন ।
এখানে অসহায় মানুষকে খাওয়ায় সরকার
দেয় বাসস্থান আর বাচ্চাদের দেয় টাকা,
খাবারের ভেজালমুক্তির গ্যারান্টি দেয় সরকার
স্কুলে ছাত্রদের দেয় খাদ্য আর পাঠদান
আর বয়স্কদের দেয় ফ্রি ট্রাভেল কার্ড ।
চাকুরী শেষে মানুষ পায় সুন্দর অবসর
এখানকার চাকুরী উৎকোচমুক্ত,
যানবাহনের নিতে হয় ফিটনেস গ্যারান্টি
রাস্তা ঘাটে নিয়ম ভাঙ্গার নেই কোন রেকর্ড ।
হাসপাতাল হল রোগির জন্য রাজপ্রসাদ
সেবা শুশ্রূষা নেই কোন অভাব,
মানুষ খুবই মানবিক আর সাহায্যকারী
পুলিশবন্ধু রাষ্ট্র,তাঁর নাম হল যুক্তরাজ্য।
বইটি পাওয়া যাবে এবারের বই মেলাতে ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।