আব্দুর রহমান হাশেমী:
মহামারী করোনায় বিধ্বস্ত পৃথিবী, বিপর্যস্ত মানবতা, সমাজ ও সভ্যতা। অভিশপ্ত এ মহামারী কেড়ে নিয়েছে ১৮ লাখের বেশি মানুষের প্রাণ।
বাংলাদেশেও সরকারি হিসেবে মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারের বেশি মানুষ।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে অসংখ্য মানুষের মৃত্যু থেকে গেছে এ হিসেবের বাইরে। মৃত্যু ছাড়াও করোনা কেড়ে নিয়েছে অগণিত মানুষের জীবিকা, মানবিকতা; শিথিল করে দিয়েছে সামাজিক, পারিবারিক ও রক্তের বন্ধনকেও। মৃত্যুর মিছিলে প্রতিদিন যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে মারা গেছেন সাংবাদিক সজ্জন ব্যক্তিত্ব আবদুল মোনায়েম খান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, পর্যটন ব্যবসায়ী এম সায়েম ডালিমসহ ৮৩ জন।
২০২০ সালে বাংলাদেশ ও বাঙালি জাতি হারিয়েছে অনেক শ্রেষ্ঠ সন্তানকে।
যাঁদের কয়েকজন- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধের দুই সেক্টর কমান্ডার-মেজর জেনারেল সি আর দত্ত বীরউত্তম ও লে.কর্নেল আবু ওসমান চৌধুরী, কর্নেল (অবঃ) শওকত আলী, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর, রাজনীতিবিদ মাওলানা আব্দুস সোবহান (রহ), পীরে কামেল শাহ কুতুব উদ্দীন (রহ), আল্লামা শাহ আহমাদ শফি (রহ), আল্লামা নুর হোছাইন কাসেমী (রহ), মাওলানা নুরুল ইসলাম হাশেমী (রহ), আল্লামা গোলাম সরওয়ার সাঈদী পীর সাহেব (রহ), বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা জুবাইর আহমদ আনছারী (রহ), তফাজ্জল হোছাইন ভৈরবী (রহ), সাংবাদিক রাহাত খান, চিত্রশিল্পী মুর্তজা বশীর, ড.আশরাফ সিদ্দিকী, ড. সা’দত হোসাইন, কামাল লোহানী, রশীদ হায়দার, সংগীতজ্ঞ আজাদ রহমান ও আলাউদ্দিন আলী, আলী যাকের, শিল্পী এন্ড্রু কিশোর, শিল্পপতি – এম এ হাশেম, নুরুল ইসলাম বাবুল, লতিফুর রহমান ও আবদুল মোনেম, ব্যারিস্টার রফিকুল হক, রাজনীতিবিদ শাহজাহান সিরাজ, মোহাম্মদ নাসিম, এড.সাহারা খাতুন, ড.ফেরদৌস আহমদ কোরেশী, সাংবাদিক- লেখক আবুল হাসানাত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বরেণ্য লোকসাহিত্যপ্রেমি ও সংগ্রাহক মুহম্মদ ইসহাক চৌধুরী, ভাষাসংগ্রামী মির্জা মাজহারুল ইসলামসহ বহু প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, চিকিৎসক, শিল্পপতি, রাজনীতিবিদ, আমলা, অলেম, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।
ব্যক্তিগত ভাবে হারিয়েছি অনেক আত্মীয় ও বন্ধু-বান্ধব এবং বহু প্রিয়জনদের।
মহান রব যেন তাদেরকে জাগতিক আমলের উত্তম প্রতিদান দান করেন। আমীন স্বাগতম ২০২১, বছরটি সবার জীবনে সমৃদ্ধি, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ আর আনন্দ বয়ে আনুক। নতুন বছর নতুন প্রত্যাশা, নতুন সাফল্য বয়ে নিয়ে আসুক। কাছের ও দূরের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, অগ্রজ-অনুজ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

🖋️আব্দুর রহমান হাশেমী।
তরুণ সমাজচিন্তক।