জাগরণ গান
সূর্য চলেছে হেঁটে অসীমের পথে পথে
সবুজাভ সব অটবির উদ্যোগে
দারুণ হয়েছে জীবনের আয়োজন
শূণ্য চলেছে শূণ্যের অভিযানে
অসীম চলেছে অসীমের খোঁজ পেতে
ভাষাহীন চাষা আষাঢ়ে দুপুরে একা
চলেছে হেঁটে জলভেজা দূর পথে
নির্জনতার নির্যাস নিয়ে বুকে
এগিয়ে চলে খোঁজে পেতে কোলাহল
ক্লান্ত চাষা অবিরাম হাঁটে পথে
অবশেষে শেষে শুয়ে পড়ে পথে একা
বেদনাদগ্ধ ডাহুকের ডাক শোনে
গভীর আঁধার ঘনিয়েছে এই বেলা।
ঘুম থেকে উঠে ঘুমের খোঁজেতে ঘুমায়
পিপুলের ফাঁকে সূর্য হেসেছে একা
লেলিন মার্ক্স ও মাও ডাকে তার বুকে
চাষা চাষা তুমি জেগে উঠো চারিদিকে।
মৃত্যুক্লান্ত জীবন থেকে সে হঠাৎ
জেগে উঠে সে দারুণ কৌতুহলে
তার জাগা দেখে লক্ষ পথিক জাগে
মরে পড়ে ছিলো অচেতন একা পথে।
লিখা : সাদমান সাকিল,সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। সাবেক শিক্ষার্থী, কক্সবাজার সরকারি কলেজ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।