কক্সবাজার জেলার অন্যতম প্রধান জনপ্রিয় অনলাইন দৈনিক কক্সবাজার নিউজ (সিবিএন) ১১বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইনটির সব সাংবাদিক ভাই, যারা এ অনলাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সিবিএন পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি অনলাইন পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সিবিএন সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে।
একই সঙ্গে সত্য তুলে ধরতে আপসহীন ভূমিকা পালন করে আসছে সিবিএন।
এ অনলাইন পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে।
প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং ১ যুগ ধরে সেই জনপ্রিয়তার মূল কারণ সংবাদ পরিবেশনে অনলাইনটির আপসহীন অবস্থান ধরে রাখা।
আমি সিবিএন’র একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ।
সাংবাদিক ভাই এবং ক্যামরার পেছনের কর্মীদের আন্তরিকতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
আমি সিবিএন’র সাফল্য কামনা করছি। সিবিএন খুব ভালোই জানে যে তার শক্তি হচ্ছে তার পাঠক সম্প্রদায়।
সম্মানিত পাঠকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা।
১ দশক ধরে সিবিএন’এ লিখছি। সিবিএন তার বলিষ্ঠ ও সাহসী ভূমিকা অব্যাহত রেখে সামনে এগিয়ে যাবে, এই কামনা করছি।
আগামী দিনেও সিবিএন’র এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি সিবিএন’র সাফল্য কামনা করি।
সেলিম উদ্দীন
সাংগঠনিক সম্পাদক
ঈদগাঁও থানা প্রেস ক্লাব।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।