আনম রফিকুর রশীদ:
🌹
বিশ্ব সুন্দরি বাংলার নারী মসৃণ ত্বকে মসলিন শাড়ি,
সাদুল্লাহপুর, সাভার, গোলাপ গ্রামে গোলাপির ঘর,
রাজবাড়ির এক ছেলে গোলাপিরে দেখে কাড়াকাড়ি
সুন্দরি নারীর বদনাম আছে, গোলাপিও স্বার্থপর,
ফুল বদলা অলির মত ওড়াল দিতে তৎপর।
🌹
টাইটানিকের তলদেশ থেকে ভেসে ওঠা যাত্রি
দিকহীন সাগরে দিশাহীন স্রোতে সন্তরে,
আমার অন্ধকার চোখে দিনও সমান রাত্রি;
গোলাপির স্মৃতি অতৃপ্ত প্রীতি অন্তরে,
নোঙরহীন তরি ঘূর্ণিবায়ে ভাসে বন্দরে।
🌹
রঙিন প্রজাপতি রপ্ত করে উর্ধ্বে উঠার মতিগতি,
রূপ থাকলে ঠেলা থাকে প্রজারঞ্জন কী দরকার!
রূপবতী, গোলাপির হালের ব্যবসা রাজনীতি;
কূটনীতিকের প্রবঞ্চনার খপ্পরে সরকার,
রাজনীতিবিদ প্রিয়া হলেও ফাঁসি চাই তার।
রাজনীতিবিদ প্রিয়া হলেও ফাঁসি চাই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।