ফেসবুক কর্ণার:
স্যার অনেক স্মৃতি আপনার সাথে। জেলা প্রশাসক থাকাকালে আপনি দু’দু বার আপনি এসেছিলেন কক্সবআজারে। বিশেষ শিশুদের স্কুল অরুনোদয় দেখতে একবারও ভুলেননি। বাচ্চাদের সাথে অনেকক্ষন কাটিয়েছেন। তাদের গান শুনেছেন।
কামাল, “তুমি একটা অসাধারণ কাজ করেছ”- এ কথাগুলো আজও কানে বাজে। আপনার মত একজন কিংবদন্তীর নিকট হতে এ ধরনের প্রশংসা পাওয়ার সুযোগ ক’জনের ভাগ্যে জোটে। ঢাকায় গিয়েও বিশেষ শিশুদের ভুলেননি আপনি। উপদেষ্টার ব্যক্তিগত তহবিল হতে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে আবার তা ফোনেও জানাতে ভুলেননি।
বলেছিলেন আরও সহায়তা পাঠাবেন । বছর দেড়েক আগে কক্সবাজারের একটি প্রতিবন্ধী ছেলে আপনাকে ঢাকায় গিয়ে ধরেছিল চাকুরি পাবার জন্য। বলেছিলেন ও এতদূর এসেছে, ওকে চাকুরী দিতে পারো কিনা দেখ।
আমার সুযোগ হয়েছিলো সেই প্রতিবন্ধী ছেলেকে চাকুরী দেবার, আর তার পর পরই ফোন দিয়ে ধন্যবাদ দিতে ভুল করেননি । সাবেক আমলা মন্ত্রিপরিষদ সচিব, বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা লেখক সবকিছু ছাপিয়ে হয়েছিলেন জনতার এইচ টি ইমাম। আল্লাহ আপনাকে জান্নাতে রাখুন। বিনম্র শ্রদ্ধা।
কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক Kamal Hossain এর ফেসবুক থেকে সংগৃহীত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।