নিঃস্ব মাংসাশী

শুনি-
দুপুরে কোথাও দূরে দূরদেশী এক ধীবরকন্যা
দুরুহ দিবস শেষে; শেষমেশ এক শস্যের ছায়ায়
শুয়েছে- ছুঁয়েছে- পাতা অবিরাম সবুজ বন-
ঘন উজ্জ্বল শ্যামলিমা সুখ।

শুনেছি-
ঐ পথেরই একেবারে শেষে এক ঘরে
শ্যাম্পেন-বোতলে অধরের গোশত লেগে আছে
পাশে এলোকেশী লাশ, বিষণ্ণ বাতাস-
দোহারা দেহে মাছি ভন ভন-
চাঁদের উজ্জীবিত ছোঁয়ায় ফুল ফুটছে
চারদিকে- অবিরাম।

শুনতে এসেছি,
মাংসবিক্রেতার কাছে, কত দেরী-
আমার ন্যায্য মাংসটুকু পেতে।


লিখেছেন :
সাদমান সাকিল,
সভাপতি,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ।