সংবাদ বিজ্ঞপ্তি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ গেমসে খেলার সুযোগ পাচ্ছে কক্সবাজার জেলা ফুটবল দল। পর পর দুই বার বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কক্সবাজার ফুটবল দল এই জাতীয় খেলায় অংশ গ্রহনের যোগ্যতা অর্জন করেছে। আগামী ২৬ এবং ২৭ মার্চ ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৮ বিভাগের চ্যাম্পিয়ন দলকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্টিত হবে বলে জানিয়েছেন কক্সবাজার ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী। তিনি জানান,অতীতে কক্সবাজার জেলা দল এরকম জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়নি এটাই প্রথম। এটা সত্যিকার অর্থে কক্সবাজারের সর্বস্থরের মানুষের জন্য বিরাট সুখবর। এই আসা করছি বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজার জেলা দল বিদেশে খেলতে যাবে। তিনি এই বিশাল বাজেটের অংশ গ্রহনের জন্য তিনি কক্সবাজারের চারটি সংসদীয় আসনের এমপিগন,জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্ধ,কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে বাংলাদেশ গেমসে অংশ গ্রহনের জন্য কক্সবাজার ফুটবল দলের ম্যানেজার হিসাবে থাকবেন জেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন কবির,সহকারী ম্যানেজার হিসাবে থাকবেন জেলা ডিএফএর ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ,কোচ মাসদু আলম এবং সহকারী কোচ খালেদ হোসাইন। এ ব্যপারে টিম ম্যানেজার হেলাল উদ্দিন কবির বলেন,কক্সবাজারের চার জন খেলোয়াড় এখন জাতীয় দলে খেলে এছাড়া আরো অন্তত ৪০ জনের মত খেলোয়াড় ঢাকা বি লীগে খেলে তাই আমাদের ভাল খেলোয়াড় নিয়ে দল গঠন করতে কোন সমস্যা হবে না। আসা করছি আমরা বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হতে পারবো।